রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে আগুনে পুড়ে গেল চারটি ঘর

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের বাসিন্দা মোঃ বিপ্লব হোসেন পিতা আব্দুল করিম ও মোঃ গাজী পিতা আব্দুস সামাদের বাড়িতে ৪ টি ঘর আগুনে পুড়ে ছাই।
জানা যায় বুধবার (৮ মার্চ) বিকাল ৩টায় পাশের বাড়িতে গাছ কাটার সময় মেইন লাইনের দুটি তাড় ছিড়ে তাৎক্ষণিক ৪টি টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক তার থেকে আগুন প্রজ্জ্বলন হয়ে ধাপে ধাপে অন্য ঘরে প্রবেশ করলেও বিদ্যুৎ এর ভয়ে তখন সবাই দর্শক হয়ে তাকিয়ে ছিলো। আগুন নিভানোর নিরুপায় হয়ে এলাকাবাসী আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকেন। ঘর থেকে দৌড়ে বের হয়ে প্রাণে বেঁচে যায় বাড়ির মানুষ গুলো।
এরপর স্থানীয়দের সহায়তায় বৈদ্যুতিক অফিসে ফোন করে লাইনে সংযোগ বিছিন্ন করা হলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিপ্লব ও গাজীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় গবাদিপশু ও বাড়ির আসবাবপত্র সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কান্না জড়িত কণ্ঠে বিপ্লব বলে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি এখন পরিবার নিয়ে কোথায় থাকবো।
বিদ্যুৎ অফিস ও গাছের ব্যাপারীকে অভিযোগ করে গাজী বলেন তাদের কারণে আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার সব শেষ। খাওয়ার মতো চাল ডাল সব শেষ। আমি এর সুষ্ঠ বিচার চাই।
প্রতিবেশীরা বলেন, গাছ কাটার জন্য বিদ্যুৎ অফিসে আগেই জানানো হয়েছিলো। তাদের সংযোগ বিছিন্ন করার জন্য ১ হাজার টাকাও দেওয়া হয়েছে। তারপরেও কেন লাইনে বিদ্যুৎ ছিলো। তারা গাছ কাটার সময় একবার এসে দেখে যাবার পরেও লাইনে সংযোগ বিছিন্ন করেনি।
কাজিপুর ফায়ার সার্ভিস এর ইনচার্জ রফিকুল ইসলাম বলেন আমরা ঘটনা স্থানে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা সকল কিছু দেখে লিপিবদ্ধ করেছি। বাড়ির মালিকের অভিযোগ খতিয়ে দেখা হবে। তদন্তের মাধ্যমে সঠিক কারণ খুঁজে বের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর