যশোরের অভয়নগর উপজেলার শিংগাড়ী এলাকায় একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন করার জন্য জেলা পরিষদের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় মসজিদ-মাদ্রাসা কমিটি ও এলাকাবাসী। একই সঙ্গে প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি জমি উদ্ধারের দাবিও জানানো হয়েছে। আবেদনকারী মোঃ নওয়াব আলী মোল্লা জানান, যশোর জেলার অভয়নগর থানাধীন আরএস ৭৬ নং শিংগাড়ী মৌজার আরএস ৩৩৯৫ দাগের ৩২১ শতক জমির মধ্য দিয়ে একটি কাঁচা রাস্তা বিদ্যমান। এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকাবাসীসহ কৃষকরা বিল থেকে ধান, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহন করে থাকেন। রাস্তাটির দুই পাশে এবং আশপাশে উল্লেখযোগ্য পরিমাণ খালি জায়গা রয়েছে, যেখানে সামাজিক বনায়নের মাধ্যমে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা সম্ভব।
তিনি আরও জানান, সামাজিক বনায়নের আওতায় এসব গাছ রোপণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যতে সরকারি রাজস্ব আয়ের সুযোগ সৃষ্টি হবে। এ কারণে বিধি মোতাবেক সামাজিক বনায়নের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পূর্ববর্তী সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় কিছু ভূমিদস্যু জেলা পরিষদের মালিকানাধীন জমি দখল করে সেখানে গাছ লাগিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফলে একই জমির ওপর অবস্থিত বায়তুল নূর জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে।
মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্যরা জানান, সরকারি জমি দখলমুক্ত না হওয়ায় তারা এতদিন কোনো সম্প্রসারণ বা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে পারেননি। জেলা পরিষদের পক্ষ থেকে জমিটির দায়িত্ব মসজিদ-মাদ্রাসা কমিটিকে দেওয়া হলে তারা ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি সরকারি জমিতে পরিকল্পিতভাবে গাছ রোপণ ও পরিচর্যা করে সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় করে দিতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারি জমি উদ্ধার করে সামাজিক বনায়ন কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হলে পরিবেশ, কৃষি ও ধর্মীয় প্রতিষ্ঠান, সব দিক থেকেই স্থানীয় জনগণ উপকৃত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদনকারীরা।