খামারভিত্তিক উন্নয়ন, উন্নত জাতের বীজ ব্যবহার ও কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহে ইজাব এলায়েন্স কর্মী সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ জেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের হলরুমে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে খামারিদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ইজাব এলায়েন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন,কৃত্রিম প্রজনন ও উন্নত মানসম্পন্ন বীজ ব্যবহার করলে প্রাণিসম্পদ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজাব এলায়েন্স লিমিটেডের চিফ টেকনিক্যাল কনসালট্যান্ট। তিনি এআই কর্মীদের দক্ষতা উন্নয়ন, মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং খামারিদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার সকল এআই কর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণ সেশন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে কৃত্রিম প্রজনন কর্মিদের পুরস্কার বিতরণ করা হয়।