নারী তুমি এতো দুর্বল কেনো?
কেনো মনের মাঝে এতো ভয়?
পুরুষের যুদ্ধের বিজয়,
সেতো তুমিই করেছ নিশ্চয়।
নারী তুমি একা কেনো?
তোমার পাশে মানবজাতি
আছে সেকি জানো?
হায়! মিছে কেনো কর ভয়,
তোমার বিজয় সুনিশ্চয়।
আর কর না তুমি কোনো যে দেড়ি,
সকল বাঁধা ডিঙ্গিয়ে চল তাড়াতাড়ি।
চলার পথে বাঁধা আসবেই,
তাই বলে কি পথ ছেড়ে দিবে?
না-না-না!
ছাড়বেনা তোমার পথ,
চলে আসবে বিপদ।
সাফল্য যদি হতে চাও,
সংগ্রাম করে জীবন চালাও।