আমার দখিনের জানালা খুললে-
মাংস রান্নার সুবাস ভেসে আসে,
প্রতিদিন।
কখনো কষানো
কখনো রসালো
কখনো দু’একটা আলু কাটা;
কখনো আবার তেলে ভাজা!
আহা কি সুবাস!
আমি যদি স্বর্গে যেতে পারি
আমার সত্তরটি হুর কে-
সদা মাংস রান্না করতে বলব;
মাংসের মধ্যে আল্লাহ্ অমায়িক স্বাদ দিয়েছেন।
পুবের জানালা খুললে একটি শিশুর কান্নার শব্দ পাই
ভাত দাও! মাগো ভাত দাও!
ফুটফুটে এই শিশুটি কি সুন্দর করে কান্না করে
আর্ট আছে
রাত ভারি হলে আর্তনাদ আরও বাড়ে
কান্নাও যে শিল্প হতে পারে- আমি জানলাম।
আমি আসলে আম জনতা-
কেউ হাসলে আমি ফ্যাল ফ্যাল করে হাসি
কেউ কাঁদলে হু হু করে কাঁদি