তুমি এসেছিলে
আমি জানি
তুমি জানো নাই
তোমার হাসির অকপট বৃষ্টি ধারায়
আমি কাক ভেজা ভিজেছি অনেক
তোমার অভিমানের তুমুল রোদ্দুরে
শুকিয়েছি নিত্যদিন-
ভেতর বাহির
আমার ভাবনার ছাদে;
তুমি জানো নাই
আমি জানি।
আমার ঈশ্বর
খুব গোপনে তোমাকে
শুধু এ আমার করেছিল
আমি পাপড় ভাজার মতো তোমাকে খেয়েছি!
দারুণ তৃষ্ণায়- তোমাকে গিলেছি- গেলাস গেলাস!
তুমি জানো নাই
আমি জানি।
আমি তোমাকে পাবার দারুণ আমোদে-
উল্টো হয়ে ঝুলে থেকেছি অগাধ
ডানপিটে শিশুর মতো;
বারান্দার গ্রিলে তুমি- যেমন ঝুলিয়ে রাখো
জামা। সেফটিপিনে।
আমি বাতাসের কানে কানে বলেছি সে কথা
তুমি জানো নাই।
তোমার জানা না জানাতে কী এসে যায়-
ক্ষতি যদি কিছু করে থাকি
একান্ত এ আমার করেছি- তোমার তো নয়।