হে ঈশ্বর! ভগোবান!
তুমি মানুষ বানালে ঠিক আছে
উঁইপোকা ছারপোকা তাও চলে
গোবরে পোকা পর্যন্ত মানা যায়
কি কারণে তুমি বলো-
গরিব নামের এই আজব প্রাণীটাকে বানালে
এই অপদার্থ প্রজাতিটা কি কাজে আসে শুনি?
না বিদ্যে আছে, না বুদ্ধি আছে,
ইংরেজি জানে না
গণিত জানে না
বিজ্ঞান জানে না
একটু আধটু ধর্ম গোঁড়া
ধর্ম সে তো সভ্যতার উন্নতির অন্তরায়!
বানালে তো বানালেই, তুমি মুখটা কেন দিতে গেলে
মাগো বাবাগো ভাইগো আপাগো বলে চিল্লাচিল্লি করে,
একটু আধটু কাজে লাগলে
বেতন চাই বেতন চাই করে মাথা খায়
কোন দূর্যোগ এলেই- ত্রাণ চাই ত্রাণ চাই
এ যন্ত্রণায় ঘরে থাকাও দায়
টিভি খুললেই খালি ওদের কথা।
তুমি বানালে এখন তুমি সামলাও
তোমার আসমানে কতো জায়গা
তোমার কাছে উঠিয়ে নাও
খালি ভোটের আগে নামিয়ে দিও;
মিছিলে লোক লাগে তো!
আপাততো নিয়ে নাও- অশান্তি দিও না,
ওদের আর্তচিৎকারে –
আমি নামাজ পড়তে পারি না।