আরও কতখানি মনখারাপী ধরে রাখা যায় সঙ্গোপনে–
এই মনে!আরও কতখানি নিবিড় হতে পারে—
রাত কুয়াশা অন্ধকারে !
আরও কতখানি যন্ত্রণা–
নিয়ে ছিনিমিনি খেলা করা যায়—
অনায়াসে ই !জোছনা হারা চাঁদ হাসে—
এই প্রকৃতি র বিষাদ আলোয় উদ্ভাসে!স্রোতের বিপরীতে মন টানে— নব গানে!
আপন খেয়ালে মগ্ন রয়েছে— এই প্রকৃতি !
বাতাসে কান পেতে শোনা যায়—
একঘেয়ে উদাস করা বিষন্নতার গান!আজ—এই—
শ্রাবণের বড্ড অভিমান!দিনের শেষে যেতেই হবে ঘরে ফেরা র টানে—
কোনো এক অচেনা— মনকেমনে!
অপেক্ষা রাত মুহ্যমান আজ,এত যে—
বিষাদ!—তবু ও আজও— চরাচর—
জুড়ে এই প্রকৃতি র ভালোবাসা র—
সাজ!!!