সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুর পৌর মেয়রের ছেলে অস্ত্রসহ জনতার হাতে আটক

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ

ফরিদপুরে এমপির জনসভাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান্যান সাজেদুল ইসলাম তালুকদার কে হত্যার হুমকি ও প্রকাশ্যে হামলা পরে জনতার হাতে অস্ত্রসহ আটক মেয়রের ছেলে সজয়। পিতার লাইসেন্সকৃত অস্ত্র অবৈধভাবে প্রদর্শণ করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয় (২৭) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়। আটক সজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র।

এ বিষয়ে ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার জানান, গত ৭ ফেব্রæয়ারীতে এমপির জনসভা সফল করেছি। উক্ত অনুষ্ঠানে মেয়র এর কাছ থেকে মাইকোফোন নেয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়েছে। আমাকে ফোনে হত্যার হুমকিও দিয়েছে। আজ প্রকাশ্যে তার বাবার অস্ত্রদিয়ে আমার উপর হামলা করেছে স্থানীয় লোক না থাকলে আমাকে মেরে ফেলতো। সেখান থেকে পুলিশ তাকে অস্ত্র সহ আটক করেছে। আমি উপযুক্ত বিচার চাই।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পুর্ববিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে পিতার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শণ করেন মেয়র পুত্র কামরুল হাসান সজয়। এ সময় সেখানে দায়িত্বরত থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, বিষয়টি শোনার পর থানায় আসছি। ঘটনাটা জানার চেষ্টা করছি। এখন ব্যস্ত আছি। পরে কথা বলবো। তবে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, মেয়েরের ছেলে কামরুল হাসান সজয় এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদ এর সাথে মুঠোফোনে উক্ত বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি ব্যাস্ত আছি পরে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর