পাবনার চাটমোহর-মান্নাননগর সড়কে যাত্রীবেশে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের কুজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটলেও এখনো প্রাভেট কারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, বুধবার যাত্রীবেশে তিন জন ছিনতাইকারী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার আকন্দ পাড়ার রওশন আকন্দের ছেলে ফারুক আকন্দ’র ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৯ ২৪ ৩৬ নং এক্স করোলা (সাদা রঙের) প্রাাইভেট কারটি সিরাজগঞ্জ রোড থেকে ভাড়া করে যাত্রীবেশে চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে সিরাজগঞ্জ ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে কুজোর মোড় এলাকায় পৌছে বাথরুম করার কথা বলে গাড়ি থামায়। এসময় একজন ছিনতাইকারী কারের চালক ফারুককে চাকু মেরে ও মারপিট করে আহত করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কোন লিখিত অভিযোগ পাইনি। গাড়িটি উদ্ধারের জন্য পুলিশের টিম কাজ করছে।