চাটমোহর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চাটমোহর পাবনা সড়কের চাটমোহর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পরিবার ও পত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল যোগে পাবনা এলাকা থেকে চাটমোহর বাজারে দিকে যাচ্ছিলেন সেলিম, গোলাম রাব্বি ও রাকিব। পথে তাদের মোটরসাইকেলটি চাটমোহর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে চাটমোহর গামী একটি ট্রাকের ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় তারা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাদের অবস্থার অবনতি দেখে কর্তবরত ডাক্তার রাজশাহী মেডিকেল হাসপাতালে রিফার্ট করেন। আহতরা হচ্ছেন, চাটমোহর নারিকেল পাড়া মহল্লাহ মোঃ হিরা’র ছেলে গোলাম রাব্বী (১৯) ও টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সোহরাব হোসেনের ছেলে সেলিম (৪০), একই জেলার বাসাইল উপজেলার শেখ ফরিদের ছেলে রাকিব (২৬)।
চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় আটক ও ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে।