এলো যে লগন বসন্তের রানী
রূপের পেখম তুলে,
কোকিল ডাকে শিমুল ডালে
পলাশের গন্ধ মেখে।
ফাগুনের রং লেগেছে
ফুল ফুটিয়ে তরুর শাঁখে,
ভোমরেরা যায় নাচিয়ে
গুনগুনিয়ে ফুলে ফুলে।
পাখিরা কাকুলিতে
রয়েছে মেতে গানে গানে,
ফুলের সৌরভ পেয়ে।
প্রেমিক প্রেমিকা মাতাল
পার্কে আজ দেখবে,
মালা নিয়ে রইছে মেতে
প্রানের আবেগ দিয়ে।
সাজছে তারা কত ঢং
খোঁপায় দিয়ে ফুল,
হলুদ শাড়িতে মন কেড়েছে
হাতে নিয়ে গোলাপ ফুল।
ফুলের ঘ্রান চারদিকে
নতুন প্রান যেন প্রকৃতি পেয়েছে,
বসন্তের এই মাতাল হাওয়ায়
আমার মন যায় হারিয়ে।