নিজ বুদ্ধিতে বাসা বানাই
আমরা বাবই পাখী
ঝড় তুফানে ভয় পাইনা
এই সাহস টুকু রাখি ।
স্বাধীন ভাবে চলি যে আমরা
থাকিনা তো পরাধীন,
কারো সাহায্য নেইনা কখনও
চলি নিজ স্বাধীন।
আমাদের দেখে মানুষ তোমরা
শিক্ষা নিতে পারো,
পরের আশায় না থেকে তোমরা
নিজেই চলতে শিখো।
ছোট্ট পাখী হয়েও আমরা
খুব যে পরিশ্রমী,
ভয় পাইনা কোনো কাজে
সহজেই করতে পারি।
বিশ্বের মানুষ জেনে রেখো
আমরা সচ্ছল পাখী,
পরিশ্রম করে এগিয়ে চলি
কারকাছে হাত না পাতি।