চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরের হান্ডিয়ালে চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার এজাহার নামীয় আসামী আরেক ছাত্রলীগ নেতা শামীম হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের একমাসের মাথায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।শামীম হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বাড়ি চাটমোহর উপজেলার মারিয়া স্থল গ্রামে।
উল্যেক্ষ পাবনার চাটমোহরের হান্ডিয়ালে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গত ১৪ জুন সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বালিকা বিদ্যালয় এলাকায় কলেজছাত্র হাবিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ঐ এলাকার কয়েকটি প্রভাবশালী কোটিপতি পরিবারের একদল বখাটে।
এ ঘটনায় পরের দিন দুপুরে কলেজছাত্র হাবিবের পিতা চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ১৫/০৬/২০২০ ইং। ধারা ১৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০২/১১৪। মামলায় হান্ডিয়াল এলাকার বখাটে কাজল,রনি,রাসেল,রাকিবুল,আসিফ,আব্দল্লাহ,সাহেদ,ইমরান,শামিম,হামজালাল ও নাহিদসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করা হয়। হাবিব চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র ছিলো।
ইতিপূর্বে ঐ বখাটে চক্র এলাকায় অনেক বড় বড় অঘটন ঘটিয়েছে। তাঁরা প্রভাবশালী ও কোটিপতি পরিবারের সদস্য হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এতো দিন কেউ মূখ খুলে সাহস পায়নি। কয়েক দিন পূর্বে কলেজছাত্র হাবিব হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী হান্ডিয়াল বাজারে মানব বন্ধনও করেছে।
হত্যাকান্ডের একমাসের মাথায় এই প্রথম এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাবিব হত্যা মামলার সব আসামী আত্মগোপনে আছে।গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী গুরুদাসপুর এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীরাও খুব অল্প সময়ের মধ্যে আটক হবে বলে জানান ওসি।