মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে মার্কেটে আগুন লেগে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া বাজার এলাকায় রবিবার (২৯ জানুয়ারী) ভোর রাতে এক ব্যক্তির রান্নাঘরের আগুন থেকে মার্কেটে আগুন লেগে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ওই বাজারের আসাদুজ্জামান স্বপন নামক এক ব্যবসায়ীর তিনটি দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আসাদুজ্জামান স্বপন জানান, “দাঁথিয়া কয়ড়াপাড়া বাজারের কবির মার্কেটে পাঁচটি দোকান ভাড়া নিয়ে বিভিন্ন পন্য সামগ্রীর ব্যবসা করেন। শনিবার দিনগত রাতে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। মার্কেটের পিছনে এক ব্যক্তি বসবাস করতেন তার রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হলে বাড়ির মালিক আগুন নেভাতে ঘরটিতে ধাক্কা দিলে আগুন সহ ঘরটি মার্কেটের দোকানের ওপড়ে পরে যায়। মূহুর্তের মধ্যে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে তিনটি দোকানের সব মালামাল পুড়ে যায়। শোরুমের টিভি-ফ্রিজ, মুদি দোকানের সকল মালামাল, গো-খাদ্য, স্যানেটারী দোকানের মটর, পাইপ সহ অন্যান্য যন্ত্রাংশ, কীটনাষক দোকনের সকল কীটনাশক পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষাধিক টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর