প্রতিদিন নিয়ম করে দু চারবার ভালোবাসি কথাটি নাইবা শুনালে।
শুধু, দু ঠোঁটের কোনে এক চিলতে হাসি মেখে দু একবার উপহার দিও।
প্রতিদিন ভালোবাসার উন্মুখ প্রকাশ দেখাতে পার্কের নরম ঘাসের গা ঘেসে নাইবা বসা হলো দুজনের।
শুধু, সারাদিন পর ঘরবন্দী আমায় নিয়ে ছাদের কার্নিশে একটু খানি পাশাপাশি বসো।
প্রতিদিন হোটেল,রেস্টুরেন্ট এর বার্গার, পিজ্জার অর্ডার নিয়ে হোটেলবয় আমাদের মধ্যবিত্ত দরজায় নাইবা এসে দাঁড়ালো।
শুধু,ডাল ভাত,অথবা নিরামিষ দিয়ে তৃপ্তি নিয়ে আহার সেরে নিব দুজন।
প্রতিবার ভ্যাকেশন পেলেই এ দেশ,ও দেশ ঘুরে কষ্টের পয়সা গুলো নাইবা ফুরালে।
শুধু,চাঁদনী রাতে চোখে চোখ রেখে, বুকে মাথা রেখে ভালোবাসার স্বপ্নজাল বুনতে দিও।
উচ্চবিত্ত বৈভবের জোয়ারে না ভেসে এ ভাবেই জনম জনম বেঁচে থাক তোমার আমার মধ্যবিত্ত ভালোবাসা।