বীর বাঙালি মোদের শপথ; মায়ের ভাষা ধরছি টেনে,
বুলেটের আঘাত কিংবা মৃত্যু হাতের মুঠোয় জেনে।
ফাগুনের আগুনে,
দাও দাও জ¦লে লক্ষ লক্ষ কোটি হৃদয় কুটিরে;
হৃদয় কপাট খোলা,
রাজ পথে অগ্নি ঝরা মিছিল,
সাগরের ঢেউ ঝরনার ধারা ধেয়ে চলছে তো চলছে;
ঠেকাতে তারা গুলি ছোড়ে নিরীহ বাঙালির বক্ষে!
উত্তপ্ত রাজ পথ ;
ছাত্র জনতার রক্তে রক্তাক্ত!
ক্ষত-বিক্ষত নিথর দেহ পড়ে রয়েছে রাজ পথে!
ছাত্র জনতার দ্বিগুণ বিস্ফোরণ সংগ্রাম;
ছড়িয়ে পড়ে আকাশে-বাতাসে;
বাধ্য হয়ে ছুটে আসে রাজ পথে ক্ষত-বিক্ষত হওয়ার ভয়ে
পাকিস্তানির মস্তক করতে নত !
সেই থেকে মাতৃভাষা আপন ঠিকানা খুঁজে পেল