চাটমোহর প্রতিনিধি:
চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী কুতুব উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি দেশী তৈরি এলজি ওয়ান স্যুটার গান জব্দ করা হয়েছে। কুতুব উদ্দিন উপজেলার ফৈলজানা ইউনিয়নের বড় দুবলাপাড়া গ্রামের দিরাই প্রামানিকের ছেলে।
চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ওসি (তদন্ত),এসআই মনির,এসআই তাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রাম থেকে অস্ত্রসহ কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়। থানার ওসি জানান,চিহ্নিত সন্দ্রাসী কুতুব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।