বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে শাস্তি দাবি নতুনধারার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ

পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে জড়িত সকল নকলবাজ শিক্ষক-সম্পাদকসহ সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৯ জানুয়ারি প্রেরিত এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বর্মন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বলেছেন, শুধু দায় স্বীকার করলেই ক্ষমা না করে বরং আমাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য কপি পেস্ট-প্লেজারিজম-ধর্মীয় বিদ্বেষ-ইতিহাস বিকৃতির মত ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনেই কঠোর শাস্তি দেয়া উচিৎ। যাতে করে এর সাথে সংশ্লিষ্ট কেউ কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় এমন ভুল করতে না পারে।

বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, প্রচলিত আইন অনুযায়ী পাঠ্যবইয়ের মত গুরুত্বপূর্ণ বই রচনায় চৌর্যবৃত্তির শাস্তি আইন অনুযায়ী কার্যকরের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে অর্থ দন্ডে দন্ডিত করলে পরবর্তীতে এমন ভুল আর হবে না বলে আমরা বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর