মা আমি যুদ্ধে যাবো দেও গো আমায় সঁপে,
সিন্ধু গিরি মরু-মায়া আমার নাম জপে।
যুদ্ধ আমায় ডাকছে মাগো উঠছে কলরব,
স্বাধীন দেশে তবুও কেন শকুনে ভরা সব।
পাষাণ বুকে যুদ্ধের নিশান উড়াতে চাই সদা,
দেশকে আমি বাঁচাবো মা থাকবে না আর কাঁদা।
বাহুতে উঠেছে দুর্গ মম একটি রক্তিম বৃত্ত,
সবুজের তরে যুদ্ধ করে ভাসাবো মোদের চিত্র।
মা আমি যুদ্ধে যাবো তোমার সম্মান রক্ষার্থে,
জীবন মম সঁপে দিলাম, তোমারই স্বার্থে।
সবকিছুতেই হারতে পারি তোমায় জয়ী করে,
যুদ্ধের মাঠে রুখে দাঁড়াবো তোমার বিজয়ের তরে।
জীবন পথে চলার রথে গাইবো তোমার গান,
যুদ্ধ করে একটি ফুলের রক্ষা করবো মান।