শীতে গাছি ছোটে দড়া, থলে, লাঠি দা হাতে,
খেজুর গাছে ওঠে গাছি কাটে অঙ্গ রস পেতে।
গাঁয়ের ছোট ছেলে-মেয়ে ধরছে গাছির পিছে,
খেজুর তলের চুমুর খুঁটে খাচ্ছে পাছায় মুছে।
খেজুর সরপা খুঁটতে কলহ করছে রোজী মোজি,
সন্ধায় এক সাথে কচুর পাতায় ফুটায় বাজি।
ভোর বেলা শীত তাড়াতে গণেশ জ্বালে আগুন,
ছুটে আসে খড় হাতে সেগুন আর ফাগুন।
কুয়াশায় দেখা যায় গাছে দেখি গাছি নাই,
খেজুর গাছে দল বেঁধে নল দিয়ে রস খাই।
কে রে তোরা ঐ গাছে? বাবার নাম কি?
নালিশ দিব তোরা চোরা,না চিনলে দিবে কি?