পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের খাদ্যগুদামের পাশে ভাঙ্গুড়া মহিলা কলেজ প্রভাষক মো: ওমর ফারুক ও আড়ং প্রডিউসার সাবিহা ইয়াসমিন অনুর বাসায় শনিবার (৭ জানুয়ারি) গভির রাতে দুর্র্ধষ চুরি হয়। চুরির ১৮ ঘন্টার মধ্যে ২ চোর, ল্যাপটপ, মনিটর, টিভি, নগদ টাকাসহ মালামাল উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস টিম। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম।
জানা যায়, দম্পতি ওমর ফারুক ও সাবিহা ইয়াসমিন অনু তাদের তিন তলা বাসার নিচতলায় আড়ং এর কারখানা রয়েছে। কারখানাটি নিজস্ব সিসিটিভির আওতায় ৩০ জন শ্রমিক নিয়মিত ওভারটাইমসহ রাত দশটা পর্যন্ত কাজ করেন। ওমর ফারুক ও সাবিহা ইয়াসমিন অনু তাদের একমাত্র মেয়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। রাতে বাসায় তাদের বিশ্বস্ত এক মহিলা দোতলায় থাকেন। সে শনিবার ভোররাতে জাগা পেয়ে ওয়াসরুমে যেতে চাইলে তার রুমের দরজা বাহির থেকে আটকানো বুঝতে পেরে ডাকাডাকি করলে লোকজন জড়ো হয়ে দেখতে পায় চোর বাসা থেকে ল্যাপটপ, মনিটর, টিভি ও নগদ টাকা পয়সা নিয়ে গেছে। এসময় পুলিশকে খবর দিলে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ডিভিআর উদ্ধার করে নিয়ে আসেন। ফুটেজ চেক করে রবিবার রাতে এস আই মন্জুর, এস আই আকরাম ও এস আই মস্তফাসহ পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে চুরির ১৮ ঘন্টার মধ্যে পাবনা শহর থেকে রবি ও রাজীব নামের ২ জন চোরকে আটক করেন এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল ল্যাপটপ, মনিটর, টিভি ও নগদ টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম চলনবিলের আলোকে জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধার করে আটককৃতদের বিরুদ্ধে দুর্র্ধষ চুরির মামলা রুজু করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।