শীত এসেছে বাংলা জুড়ে
শহর থেকে গায়,
চারদিকে পড়েছে ঢাকা
হিমের কুয়াশায়।
বইছে বাতাস খুব জোড়ে
কাঁপছি তাই ধরধরে,
উত্তর থেকে দক্ষিণে
বইছে হাওয়া কনকনে।
শীত আসে নিয়ে চিঁড়ে মুড়ি
কুমড়ার বড়ি,
চিতই পিঠা খেজুরের গুড়ের
সাথে ভাঁপা পুলি।
কাজ কর্ম করতে
মন নাহি চায়,
শুধু মন চায় শুয়ে থাকতে
কাঁথা কম্বল দিয়ে গায়।