অনিয়ম দুর্নীতি ছেড়ে দাও
মানুষের পাশে এসে দাঁড়াও।
মানুষের কল্যাণে মানুষ
তুমি কেন বল হবে অমানুষ ?
পশুও তো আপদে জানো দেয় সাড়া
তুমি কেন স্ব স্বার্থে এত পাগলপারা ?
মানুষে মানুষে ভেদাভেদ
দূর করো ব্যবধান বিচ্ছেদ।
নীতিবান হও ছেড়ে অসৎ পথ
সম্প্রীতি বাড়াও ভুলে যত কু’মত।
দুখিজনে কাছে টানো সুভাষী ঠোট
ওরাই তোমার হয়ে বাঁধবে জোট।
পাবে তুমি সম্মান আর যত ভক্তি
মিলবে এ’কাল ও’কাল শান্তির মুক্তি।