রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে বন্ধুর স্ত্রীকে যৌণ হয়রানির অভিযোগে গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৫:০২ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লায় বন্ধুর স্ত্রীকে যৌন হয়ারানির অভিযোগে পুলিশ মুদি ব্যবসায়ী শাহ আলম হাওলাদারকে (৩০) বুধবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহ আলম ওই মহল্লার মতলেব আলী হাওলাদারের পুত্র।

এজাহারে প্রকাশ, ২৪ বছর বয়সী ওই গৃহবধুর স্বামীর বন্ধু শাহ আলম হাওলাদার। ৮মাস পূর্বে একটি মামলায় তার স্বামী জেল হাজতে রয়েছে। তার স্বামী না থাকায় প্রায়ই শাহ আলম নানা ভাবে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শাহ আলম তার বিরুদ্ধে লোকের কাছে নানা ধরনের মন্তব্য করে আসছে।

 

গত রোববার এ বিয়ে অভিযুক্ত শাহ আলমের দোকানে জিজ্ঞাসা করতে গেলে শাহ আলম উপস্থিত লোকজনের সম্মুখে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। এ ঘটনায় ওই গৃহবধু মঙ্গলবার রাতে মামলা দায়ের করে। পুলিশ বুধবার ভোর রাতে শাহ আলমকে গ্রেফতার কের। গ্রেফতারকৃতকে বুধবার দুুপরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত শাহ আলমের জামিন না মঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর