মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের অনুকলে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এসময় ১৬৪জন শিক্ষক ও কর্ম চারিদের মাঝে ৭ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গতকাল সকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে চেক বিতরণ করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম শাজাহান আলী, সহকারি শিক্ষা কর্মকর্তা শিউলী আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল প্রমূখ।