নাঈম ইসলাম বাঙালি, কিশোরগঞ্জ, প্রতিনিধিঃ-
বাংলাদেশ সাহিত্য সোসাইটি প্রতিষ্ঠিত হয় জুন, ২০২০ খ্রিঃ এবং এ সংগঠনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৪-০৭-২০ খ্রিঃ রোজ মঙ্গলবার। এই দিনেই সংগঠনের চুড়ান্ত কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। নির্বাচিত পদবী বৃন্দ, বাংলাদেশ সাহিত্য সোসাইটির সভাপতি পদে নিয়োজিত হয়েছে বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাসুদ খান। নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহেদুল হক ও সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক মোহাম্মদ নাঈম ইসলাম বাঙালি। উপরোক্ত তিন ব্যক্তিই সংগঠনের মূল প্রতিষ্ঠাতা।
এবং তাদের মাধ্যমে সংগঠনের কিছু নীতিমালা প্রণয়ন করা হয়। উপরোক্ত তিন ব্যক্তির স্বাক্ষরের মাধ্যমে সংগঠনের সকল কার্যক্রম বৈধ বলে ঘোষিত হবে। সংগঠনের সকল কার্যক্রম পান্ডুলিপি আকারে লিপিবদ্ধ করা হয়েছে, এটাতেই সকল কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। জাতীয় পর্যায়ে এটি আলোড়ন সৃষ্টি করবে, জানিয়েছেন সংগঠনের সম্মানিত সভাপতি মহোদয়।
বর্তমান কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত তাড়াইল উপজেলার সকল ইউনিয়নে ১ জন করে সদস্য নিয়োগ চলছে। এভাবে একের পর এক সমগ্র বাংলাদেশ সদস্য নিয়োগ দেওয়া হবে এবং প্রচার করা হবে। সংগঠনের প্রধান কার্যলয় কিশোরগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।