রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরার শীবতলায় দোকানীকে মারধর, দোকান ভাংচুর, নগদ অর্থ লুটপাট, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৯:২৬ পূর্বাহ্ণ

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিম পাড়া শীবতলা নতুন বাজার এলাকার ঈদগাহ মোড়ের সার ও মুদি ব্যাবসাহি আমিনুর রহমান কে বেদম মারপিট করে আহত করেছে একই এলাকার মোঃ ওমর কারিকরের ছোট ছেলে সাইদুল ইসলাম সহ আট দশ জনের একটি সংবদ্ধ চক্র। অনুসন্ধানে জানা জায়, ১২/৭/২০২০ রবিবার রাত ১০টা ৫০ মিনিটে মাদকসেবি সাইদুল স্হানীয় ছাত্তার কারিকরের ছেলে আমিনুর এর দোকানে পরিকল্পিত ভাবে জোর পূর্বক প্রবেশ করতে গেলে আমিনুর তাকে দোকানে প্রবেশ করতে বাধা দেয়, এতে করে মাদকসক্ত সাইদুল দোকানদার আমিনুর কে কিল ঘুষি মারতে থাকে, সাথে সাথে সাইদুল তার ভাই আক্তার, মুক্তার, মোসলেম, কওছার, হাফিজুল, মুন্না সহ সঙ্গবদ্ধ দল আমিনুর কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

 

দোকান দার আমিনুর মারাত্বক জখম হয়। এসময় আমিনুর এর ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করে ক্যাশ ড্রয়ার থেকে নগত ২০,০০০/=টাকা নিয়ে নিয়ে জায় এবং দোকান ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে তারা। আমিনুর কে স্হানীয় দের সহায়তায় উদ্ধার করে প্রথমে এলাকার ডাঃ কাছে চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।ভুক্তভোগি আমিনুরের কাছে জানতে চাইলে তিনি বলেন যারা আমার উপরে অন্যায় ভাবে নির্যাতন করেছে আমি তাদের শাস্তি চাই আমার দোকার ঘর ক্ষতি গ্রস্হ ও মুলধন খোয়া জাওয়ায় হতাশা গ্রস্হ হয়ে পড়েছে ব্যবসাহী আমিনুর রহমান। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে জানা জায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর