ধারালো নখর ক্ষুধার্ত চঞ্চু
চিল ওড়ে, চিঁ চিঁ ডাকে
নিচে মুরগিমাতা আর ছানাদের চলে
খুঁটে খাবার প্রশিক্ষণ।
সতর্ক ডানার কক্ কক্ সংকেতে
ছানারা ছুটে আসে
আশ্রয় পায় মায়ের
উষ্ণ পালক আর নিরাপদ ডানার নিচে।
আমারও নিজেকে খুব বিপন্ন
বড় অসহায় মনে হয়।
সাধ জাগে মুরগির ছানা হই
শত্রুর চোখের আড়ালে
মুরগিমাতার নিরাপদ
ডানার নিচে লুকাই।