(সাংবাদিক কামাল কে উৎস্বর্গ)
ঝড়ে যাবার জন্য জন্ম সেতো বকুল ফুল
বকুলফুল একটি করে ঝড়ে পড়ছে
আমার ভালোবাসার মলিন পথের ধূলায়
একদিন ভোরে বকুলফুল কুড়িয়ে দেখি
প্রতিটা ফুলে,তোমার মুখো,ছবি
চোখের কাছে ধরে দেখি অপূর্ব স্বচ্ছ।
শুঁকে দেখি তোমার শরীরের ঘর্মক্ত গন্ধ।
তোমার ঠোঁটের কমলা আর
চোখের শ্বেত কনিকা,
মিশে মিশে সৃষ্টি হচ্ছে
বকুলফুলের মালা।
প্রতিদিনের ভোরের শুভ্রতায়
এই বকুল ফুলের মাঝে তোমাকে
শুধু তোমাকে শুধুই তোমাকে।
প্রচারেঃ
প্রতিষ্ঠাতা: শুভ সাংস্কৃতিক নিকেতন