পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এসএসসি-২০২২ খ্রি: পরিক্ষায় ‘সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিধ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (সর্ব্বোচ্চ) ১২৬২ নাম্বার পেয়ে উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। রাফিউল ইসলাম ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিক্ষক মো: গোলাম মোস্তফার ছোট ছেলে।
রাফিউল ইসলামের বাবা গোলাম মোস্তফা বলেন, আমার সন্তানের এত ভালো রেজাল্টে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা মধ্যবিত্ত পরিবার। আমার এক ছেলে এক মেয়ে। রড় মেয়েটাও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। এ বছর ছেলে উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আমি এবং আমার পরিবারসহ এলাকাবাসি সবাই খুবই আনন্দিত।
মেধাবী সেরা শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন, আমার ভালো ফলাফল উৎসর্গ করছি আমার বাবা-মা এবং প্রিয় শিক্ষকদের মাঝে। ভবিষ্যতে কি হবার ইচ্ছা জানতে চাইলে সে বলে, আমি যেহেতু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছি সেহেতু আমার ইচ্ছা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হবার। আমি পড়ালেখা করে মানুষের সেবায় কাজ করতে চাই।
উল্লেখ্য যে, রাফিউল ইসলাম ২০১৯ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থ মধ্যে ৫ম তম হয়েছিল। উপজেলার সচেতন নাগরিক সমাজের মন্তব্য এমন মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিলে দেশ ও জনগনের কাজে আসবে।