ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রবীণ একটি প্রকল্প,১৯৯৩ ইং সাল শুরু করে এখন পর্যন্ত প্রকল্পটি ব্যাপক সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই প্রকল্পটির মাধ্যমে এদেশের প্রায় ৮০ হাজার আলেম উলামাদের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে,এই প্রকল্পের মাধ্যমে উলামায়ে তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এদেশে লক্ষ লক্ষ শিশুদেরকে স্বাক্ষর জ্ঞানের পাশাপাশি সহীহ শুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা, নামাজ শিক্ষা ও নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছে,
এই প্রকল্পে তিনটি স্তর রয়েছে, প্রাক-প্রাথমিক,সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা, প্রাক প্রাথমিকে ছোট শিশুদের কে আরবী বাংলা ইংরেজি অক্ষর জ্ঞান সহ সুন্দর করে হাতের লেখা সহ রিডিং পড়ার উপযুক্ত করে তোলা হয়,সহজ কোরআন শিক্ষা স্তরে ৬ থেকে ১২ বছরের শিশুদের কে সহীহ শুদ্ধ কোরআন তিলাওয়াত ও নামাজ এবং নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, বয়স্ক শিক্ষা স্তরে ১৫ বছরের উর্ধের নিরক্ষর নারী পুরুষ কে অক্ষর জ্ঞান সহ সহীহ শুদ্ধ কোরআন তিলাওয়াত ও নৈতিকতা শিক্ষা দেওয়া হয়,
সরকার অনেক শিক্ষা প্রকল্প গ্রহন করেছে কিন্তু কোনটাই আলোর মুখ দেখেনি, একমাত্র আলেম উলামাদের দায়িত্বশীলতার কারনে এই প্রকল্পটি শতভাগ সফলতার সাথে চলছে, এই প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা শুধু মাত্র পাঠদান করে সম্মানী নেয় তা নয়,বরং রাষ্ট্র কে নিরাপদ রাখার জন্য সরকারের সব কর্মসূচী বাস্তবায়ন করে, যৌতুক ও বাল্য বিবাহ বিরুধী,মাদক বিরুধী,সন্ত্রাস, জঙ্গীবাদ বিরুধী ব্যাপক ভূমিকা রাখছে মউশিক শিক্ষক ও সংশ্লিষ্টরা, এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ দারিদ্র্য বিমোচনের জন্য যাকাত উত্তোলনের কাজও করে মউশিক শিক্ষকরা,সর্বশেষ করোনার ভয়াবহ মহামারিতে যখন নিজ সন্তান বাবা মার লাশ পর্যন্ত ছুয়ে দেখে নাই, এমতাবস্থায়ও নিজেদের জীবন বাজি রেখে করোনায় মৃতদের কাফন দাফনের ব্যবস্থা করেছে ইসলামিক ফাউন্ডেশনের আলেম শিক্ষকরা, এক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের ভুমিকা প্রশংসনীয়, অপরিসীম,
এই প্রকল্পের সাথে জড়িত অনেক দরিদ্র শিক্ষক আলেম উলামা পাঠদান করে সামান্য সম্মানী পেয়ে কোন রকম কষ্টের সাথে জীবনযাপন করছে, তাই এদেশের প্রায় ৮০ হাজার শিক্ষক আলেম উলামা ও জনবলের প্রানের দাবী শতভাগ সফল মউশিক প্রকল্পটি দ্রুত রাজস্ব করন করা হোক,আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী আলেমদের এই প্রকল্পটি শিক্ষক জনবল সহ দ্রুত রাজস্ব করনের ব্যবস্থা গ্রহন করবেন।