শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

ই-পেপার

ডায়াবেটিস প্রতিরোধে নিজে উদ্যোগী ও সচেতন হতে হবে : ডেপুটি স্পিকার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে আজীবন চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধে ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে আসবে। সবার উচিৎ নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনার বেড়া ডায়াবেটিস হাসপাতালের ৮ তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের চিকিৎসায় হাসপাতাল নির্মাণ ও তাদের কল্যাণে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর