মাত্রাতিরিক্ত শব্দদূষণে অতিষ্ঠ সাঁথিয়াবাসী দিনরাত ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত শব্দে বাজানো হচ্ছে সাউন্ড বক্স।
মাত্রাতিরিক্ত শব্দের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারছেন না। এছাড়া শিশু এবং বয়স্করা ঘুমাতে পারছেন না। উচ্চ শব্দের কারনে বুকে চাপ অনুভব সহ কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভোড় ৫টা থেকে রাত ২টা-৩টা পর্যন্ত চলে সাউন্ড বক্স বাজানো। এছাড়া মাত্রাতিরিক্ত শব্দের কারণে এইচএসসি পরিক্ষাথী সহ স্কুল পড়–য়া ছাত্র ছাত্রী উচ্চ শব্দের কারণে ঠিক মতো লেখা পড়া করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মাত্রাতিরিক্ত শব্দের কারণে লেখা পড়ায় ব্যঘাত ঘটছে বলে জানান একাধিক শিক্ষার্থী।
মূলত শীত মৌসুমে বিয়ে, সুন্নতে খাৎনা সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, এই অনুষ্ঠানকে পাধান্ন দিয়ে উচ্চ স্বরে মাইক বাজিয়ে শব্দ দূষনের সৃষ্টি করে থাকে একটি অচেতন মহল। এতে উচ্চ শব্দের কারণে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। সাঁথিয়া পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন অঞ্চলে আনন্দ উল্লাসের নামে উচ্চ শব্দবিশিষ্ট সাউন্ড বক্স বাজিয়ে এলাকার পরিবেশ নষ্ট হয়। বিভিন্ন এলাকায় প্রতিনিয়িত শব্দদূষণ করে চলেছে।
অহেতুক উচ্চ শব্দে সাউন্ড বক্স না বাজিয়ে পরিবেশের ক্ষতি না করে আনন্দ উল্লাসের পরামর্শ সচেতন মহলের। এলাকাবাসী শব্দদূষণ বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।