বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

লামা উপজেলা প্রথম করোনা রোগীর সুস্থ হয়ে বাড়িতে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২০, ১:১৯ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

লামা উপজেলা প্রথম করোনা রোগী রাশেদা মরিয়ম বেগম সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। শনিবার (৯ মে২০২০ ইং-)-সকালে লামা উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে থেকে স্বামীসহ তাকে ছাড়পত্র দিলে নিজ বাড়িতে ফিরে যান। প্রসংগত,রাশেদা বেগম, বয়স – ৩২ বছর। ঠিকানা – মেরাখোলা, মুসলিম পাড়া, লামা সদর ইউনিয়ন, লামা, বান্দরবান। সে গত ২২/০৪/২০ তারিখে রাশেদা বেগম লামা উপজেলার করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। আজ ৯ মে পর্যন্ত মোট ১৮ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এখন তিনি পুরোপুরি সুস্থ হওয়ায় ০৯/০৫/২০ তারিখে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং আগামী ১৪ দিন তিনি তার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

রাশেদা বেগমের হাসপাতালে অবস্থানকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক নিয়মিত তার ব্যাপারে খোঁজ- খবর রাখেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রোবীনসহ সকল মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সেস, ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতাকর্মীসহ সকলের আন্তরিকতায় রাশেদা বেগম সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও রাশেদা বেগমের হাসপাতালে অবস্থানকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব নুর-এ-জান্নাত রুমি, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন, স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ যারা তার ব্যাপারে নিয়মিত খোঁজ খবর নিয়েছেন তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। করোনা দুর্যোগে তাদের অহর্নিশ সহযোগিতা লামা স্বাস্থ্য বিভাগ কৃতজ্ঞচিত্তে স্বীকার করছে।

রাশেদা বেগমের বাড়িতে অবস্থানকালীন সময়ে সকলে তার প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিবেন সেই প্রত্যাশা। করোনা রোগ থেকে সেরে ওঠার পর তিনি আমাদের মতই একজন সুস্থ সবল মানুষ। তার প্রতি কোন ধরনের অকারণে ভয়ভীতি অমূলক কর্মকান্ড না করার জন্য হাসপাতালে পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ রইল । রাশেদা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে অবস্থানকালীন সময়ে আমাদের স্থানীয় স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তার সাথে যোগাযোগ রক্ষা করবে। আমরা রাশেদা বেগমের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। করোনা দুর্যোগের এই ক্রান্তিকালীন সময়ে সকল ফ্রন্টলাইন ফাইটারদের প্রতি বিনম্র সম্মান জানাচ্ছি। ধন্যবাদান্তে ডা. মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লামা, বান্দরবান পার্বত্য জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর