পাবনার ভাঙ্গুড়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় অভিযুক্ত ভুক্তভোগী নুরুল ইসলাম ও তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। নুরুল ইসলাম উপজেলার জোঁকা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
বুধবার (১৬ই নভেম্বর) বিকাল সাড়ে তিন টার দিকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১২ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে জোঁকা গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র আনছার আলী আমার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই অভিযোগের প্রতিবাদে আজ আমি সংবাদ সম্মেলন করছি। অভিযোগকারী ইতিপূর্বে আমাকে ও গ্রামবাসীকে হয়রানি করেন এই অভিযোগকারী দাঙ্গাবাজ, মামলাবাজ ও কলহপ্রিয় এক জন লোক।
আমি তাহার বিরুদ্ধে পূর্বের সকল অপকর্ম আপনাদের সামনে উপস্থাপন করছি- ১৯৯৩ সালে সমাজ শাহী মসজিদ এলাকা থেকে গরু চুরি করে ধরা পড়ে সে। ২০০৫ সালে গ্রামবাসীর সাথে মামলার জয়লাভের উদ্দেশ্যে নিজের আপন ছোট ভাই মো: জনাব আলীকে রাতের বেলায় ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে জবাই করে পরবর্তীতে তা প্রমাণিত হয়। ২০০১ সালে জোঁকা মুসলিম উদ্দিন এর বিদ্যুৎ চালিত ট্রান্সফরমার চুরি করে মাটির নিচে পুঁতে রাখেন এটাও প্রমাণিত হয়। ২০১০ সালে জোঁকা মসজিদের পুকুরে রাতের বেলায় বিষাক্ত কীটনাশক দিয়ে মাছ মেরে ফেলে অনেক ক্ষতি সাধন করেন। সেটা নিয়ে এলাকায় শালিশী বৈঠকে দোষ স্বীকার করে জরিমানা দেয়। বর্তমানে গ্রামের মধ্যে বিভিন্ন মানুষকে হয়রানি করেছে এবং গ্রামের শান্তি শৃঙ্খলা ব্যাপক বিঘ্ন করছে। এমতবস্থায় আমি সাংবাদিকসহ সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সত্য ঘটনা গুলো দেশবাসীর কাছে উপস্থাপন করে আমাকে মিথ্যা অভিযোগ ও মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।