জীবনে যদি হতে চাও মহান
হতে চাও তুমি বড়,
তবে তুমি জীবনে
চেষ্টা আর সাধনাকে সঙ্গি করো।
জীবনে যদি ব্যর্থ হও
তুমি এক বার,
তবে তুমি সাফল্যের খোঁজে চেষ্টা সাধনা করো বার বার।
তুমি যদিও হও মেধাবী ছাত্র চেষ্টা সাধনা নাই,
তবে তোমার জীবনে বার বার ফিরে আসবে ব্যর্থতাই।
ব্যর্থতাকে পেছনে ফেলে
যদি যেতে চাও সামনের পথে, তবে জীবনে শুধু তুমি
চেষ্টা আর সাধনাকে নিবে সাথে।।
সাধনার বলে যদি মানুষ অসাধ্যকে করতে পারে সাধ্য, তুমিও যদি চেষ্টা সাধনা করো সফলতা তোমার কাছে আসতে বাধ্য।
অসাধারণ লিখেছেন কবি সাপ থুক্কু সাহেব
ধন্যবাদ