মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন এলাকার ১শ ৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেলা এগারোটায় এইচ টি ইমাম পৌর মুক্ত মঞ্চ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ , মোঃ আজিজুল ইসলাম শাহ আলম প্রমুখ।