আমার না বলা কথা না বলাই
রয়ে যাক-
নীরব প্রেম কেঁদে যাক রাতের
আঁধারে।
মনের আকাশে স্বপ্নরা মেঘের মতোই
ঘুরুক অবিরাম –
তোমার অভিশাপ সে মেঘে মিশে
বৃষ্টি হয়ে ঝরুক।
রাতের চন্দ্র তারা আমাকে মুগ্ধতা
নাই বা দিলো-
অভিমানে এই আমি হয়ে যাক
কক্ষচ্যুত নক্ষত্র।
সম্ভাবনার মাঠজুড়ে নাই বা
উড়ুক প্রজাপতি –
জীবন নদীতে নাইবা এলো
জোয়ার –
জাগুক সেখানে জলশূন্য চড়া।
বিনিসুতোর মালার ফুলগুলো
অনাদরে খসে পড়ে পড়ুক –
তবু আমি হবো না দেবদাস;
তোমাকে বানাবো না পার্বতী!
আমি নিঃশঙ্কোচে হবো শাজাহান
তোমাকে বানাবো মমতাজ।