হে বিশ্ব কবি
আজও স্মরন করি
সাহিত্যের মধুমাখা
তোমারই ছবি।
তুমি আজ বেচে নেই
আছে তোমার লেখা
সারাদিন বই পড়ে
ঘুমোর মাঝে স্বপ্নে পাই তোমার দেখা।
হে বিশ্ব কবি
তোমার লেখা গীতাঞ্জলী
পড়ে আনন্দিত হয়
তোমারই ভক্ত বাঙ্গালী।
তোমার বিশ্বব্যাপী
সুখ্যাতির জন্য
বাঙ্গালী জাতি
আজ বড় ধন্য।
তোমার প্রথম কাব্য বনফুল
সবাইকে করেছে আনন্দে ব্যাকুল।
তুমি অসংখ্য ছড়া গল্প লিখে
কুড়িয়েছো অশেষ সুনাম
তোমাকে জানাই বার বার
ভক্তি ও প্রণাম।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
০১৭৪০-৭১৪৬৫৬