হচ্ছি আমি নষ্ট
দেখো হচ্ছি পথভ্রষ্ট,
কারো হাতে আছে সময়
আছে অতি যথেষ্ট।।
কেইবা আমায় করবে বারণ
ভাবছি বসে একা,
এমন মানুষ পাইনিগো আমি
দেয়নিকো কেউ দেখা।।
ভালো মন্দ বোঝার মত
চিন্তা ভাবনা যত,
সেই জায়গাতে নিয়েছে আমার
দগ্ধ ক্ষতোর মত।।
সেখান থেকেই গন্ধ ছড়ায়
ছড়ায় চারিপাশে,
একটুখানি ভাবছিনা বসে
কোথায়, যেতে হবে অবশেষে।।
মালিক তুমি রক্ষা করো
এই কামনাই করি,
নিন্দাতে আজ যাচ্ছে ভরে
আমার ভাঙ্গা তরী।।
তোমার কাছে চাইছি ক্ষমা
ওগো আমার প্রভু,
আমায় তুমি ফিরাও ওগো
করো, পাপের পথে কাবু।।