রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থহাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, ১০ জুলাই নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ি হাসান খানের নিকট থেকে ভাটিখানা এলাকার কবির মঞ্জিলের ভাড়াটিয়া মাহিনুর বেগম (৪৫) নামে এক নারী এক কেজি আম ক্রয় করেন। আম ক্রয়ের পর বাসায় গিয়ে ওই নারী ফল ব্যবসায়ী হাসান খানকে ফোনে জানায়, তার ক্রয়কৃত আম পঁচা এবং তার আরো তিন কেজি আমের প্রয়োজন। একপর্যায়ে ওই ফল ব্যবসায়ীকে আম নিয়ে মাহিনুরের বাসায় যান।
পরবর্তীতে মাহিনুর বেগম তার সহযোগী ¯^র্ণা হালদার (২৮), ফেরদৌসি আক্তার রুমা (৩৩) ফল ব্যবসায়ী হাসানকে ফাঁদে ফেলে। তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরহোগলা গ্রামের নাদিম হাওলাদার নামের এক যুবকের সহায়তায় ব্যবসায়ীর জামা-কাপর খুলে মোবাইলে অশালীন ছবি ধারণের কথা জানিয়ে জিম্মি করে। একপর্যায়ে অশালীন ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবী করে ওই নারীরা। পরবর্তীতে নগদ ১১ হাজার টাকি দিয়ে প্রতারক ওই নারীদের কাছ থেকে মুক্তি পায় হাসান। ভুক্তভোগি বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে প্রতারক তিন নারীকে আটক করে পুলিশ। তবে নাদিম নামের অপর যুবক পালিয়ে যায়।