মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মো: রিফাত ইসলাম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৩:০৪ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতে মোট ২৪ হাজার ৭শত জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান (৩১ অক্টোবর) ২০২২ বিকাল ৪টার চৌবাড়িয়া মধ্যপাড়া এলাকায় অবস্থিত ভাই বোন বেকারীতে অভিযান চালিয়ে নানা অনিয়মের দেখতে পান।

এসময় ভাই বোন বেকারীর স্বত্বাধিকারী মোহাম্মদ জালাল উদ্দিনের ছেলে মো. আব্দুর রহিম (৫০) কে ভোক্তা অধিকার সংর¶ণ আইন ২০০৯ এর ৩৭ ধারা (পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও প্রতিষ্ঠানের নাম না থাকায়) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার জরিমানা করেন। অপরদিকে একই দিন পৌর সদরের শরৎনগর ধান হাটা মোড়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক একজনকে ৫০০ টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারা মোতাবেক ১৩ জনকে মোট ১৪,৭০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় থানা পুলিশের সদস্যগণ মোবাইল কোর্টে সহযোগিতা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এ ধনের অভিযান আগামীতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর