পাবনার আটঘরিয়ায় শিক্ষকদের রোদে দাঁড় করিয়ে রেখে শিক্ষক দিবস উদযাপন করালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী। ২৭ অক্টোবর ছিল জাতীয় শিক্ষক দিবস।
দিনটি উদযাপনের জন্য আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঐ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের র্যালি করার জন্য ডাকেন। শ্রদ্ধেয় শিক্ষকগণ যথাসময় সকাল ১০ ঘটিকায় তার ডাকে সাড়া দিয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস চত্বরে উপস্থিত হন। কিন্তু সম্মানিত শিক্ষকদের সেখানে প্রখর রৌদ্রের মধ্যে ১ ঘন্টা দাঁড় করিয়ে আলোচনা করেন।
অথচ পাশেই উপজেলার সরকারি মিলনায়ত ছিল। শিক্ষক দিবসে সেখানে বসার ব্যবস্থা করে আলোচনা করা যেত বলে শিক্ষকদের অনেকেই অভিযোগ করেছেন।। এতে শিক্ষকদের মারাত্বক সম্মানহানি হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত শিক্ষা অফিসার প্রায়ই শিক্ষকদের সাথে স্ব-ছোচ্ছাচারিতা অসম্মান এবং অবজ্ঞা করেন বলে শিক্ষকগণ জানান।