পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আটঘরিয়া পৌরসভার আয়োজনে গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস।
আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ কামরুজ্জামান টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলায় নাটোর জেলা দল টাঙ্গাইল জেলা দলকে ২-১ গোলে পরাজিত করেন।