বন্ধু যদি ক্ষনিকের জন্য
প্রশান্তি পেতে চাও,
ছুটে এসে চলনবিলের
রূপটি দেখে যাও।
প্রকৃতির দৃশ্যে মুখরিত হয়ে
গাইতে চাইবে গান,
সুর না থাকলেও গুনগুনাবে
তাতেই জুরাবে প্রাণ।
সৃষ্টি কর্তা আল্লাহ্ যেন
নিজের ইচ্ছা মতো,
সুন্দর করে সাজিয়েছেন
গ্রামগুলো শত শত।
বিকাল হলে দেখবে তুমি
কালো মেঘের ঐ ছায়ায়,
অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতি
সৃষ্টি কর্তার মায়ায়।