‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি, শৃক্সখলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া থানা কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, জেলা পরিষদের সদস্য আসলাম আলী, ভাঙ্গুড়া থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী মো. ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর, উপজেলা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, থানার পুলিশ সদস্য বৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, কমিউনিটি পুলিশিং হলো তৃণমূল পর্যায়ে পুলিশ ও জনগণের সেতুবন্ধন। এজন্য বলা হয় পুলিশই জনতা – জনতাই পুলিশ। তিনি বলেন কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হওয়ায় দেশের মানুষ সচেতন হয়েছে, তারা যেকোনো সমস্যায় পুলিশের সরণাপন্ন হচ্ছে। এজন্য তাদের সবসময় থানায় আসতে হচ্ছে না বিট পুলিশিং এর মাধ্যমে তারা সেবা গ্রহন করছে। সেই সাথে তিনি দালাল মুক্ত থানা গঠন করায় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সকল কে দালালের সহায়তা না নিয়ে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করার আহ¦বান জানান।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম তার বক্তব্যে ভাঙ্গুড়া থানার মাদক ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের ভূমিকা উল্লেখ করেন।