মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় ফায়ার সার্ভিসের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: রিফাত ইসলাম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫:১৬ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও পরবর্তী করণীয় বিষয়ক “দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কর্মশালা করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার নৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের অষ্টম দিনে প্রশি¶ণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার ও সেফটির বিষয়ে তৎপরতা এবং আশপাশের বিভিন্ন এলাকা আক্রান্ত হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ মহল, উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম, পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল-আমিন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ভিডিপি দলনেতা জিল্লুর রহমান, দলনেত্রী হামিদা খাতুন ও প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর