শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই কিশোরগঞ্জে ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম ওয়েবসাইট উদ্বোধন চৌহালী উপজেলা পরিষদ অবকাঠামো বঞ্চিত ১৩ বছর: ভবন নির্মাণে দ্রুত টেন্ডার আহ্বানের দাবি এলাকা বাসির একজন চিকিৎসক দিয়ে চলছে থানচি ৫০ শয্যার হাসপাতাল গুরুদাসপুর থানার ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, প্রত্যাহার দাবি সাঁথিয়ায় বাঁধন বেকারি ও মর্ডান ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার তৌহিদুল কে নানা অভিযোগে হেড অফিসে সংযুক্ত টাংগাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া ১ম শ্রেণির পৌরসভায় জলাবদ্ধতা ; ভোগান্তিতে পৌরবাসী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০, ৫:০১ অপরাহ্ণ

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১ম শ্রেণির হলেও সামান্য বৃষ্টিতেই অধিকাংশ রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েকদিনের টানা বর্ষণে উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সভার ৮ নং ওয়ার্ডে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে সেখানকার নাগরিকদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এ সমস্যার সৃষ্টি হয়।

রবিবার সরেজমিনে দেখা যায়, পৌর সভার ৮ নং ওয়ার্ডের চারটি মহল্লার বাসা-বাড়িসহ সড়কে পানি জুমে আছে। ডুবে যাওয়া রাস্তার উপর শ্যালো মেশিন লাগিয়ে পানিনিষ্কাশন করছে।

পৌর সভার ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা রনজিত কুমার তরুন জানান, বৃষ্টির কারণে তার বাড়ি যাওয়া রাস্তাসহ ঘরের উঠানে পানি জুমে জলাবদ্ধতা সৃস্টি হয়েছে। পানি থাকার কারণে দৈনন্দিন কাজে অসুবিধায় পড়েছেন। একই মহল্লার বাসিন্দা বি.এস সুস্থির কুমার জানান, বৃষ্টি হওয়ার ফলে আমাদের মহল্লার কিছু কিছু বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক বিশু বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আমার ওয়ার্ডের চার’টি মহল্লায় পানি জুমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, মেয়র গোলাম হাসনাইন রাসেল সাহেবের নির্দেশে শ্যালো মেশিন লাগিয়ে পানিনিষ্কাশনের কাজ চলছে। আগামিতে জলাবদ্ধতা না হয় । এজন্য স্থায়ি সমাধানের জন্য পরিকল্পনা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর