রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের কারনে বন্ধ থাকা শহরতলীর সর্বাধুনিক পিকনিক স্পট নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন দীর্ঘ চার মাস পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকল প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন।
মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর গত ১৯ মার্চ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয় এই বিনোদন কেন্দ্রটি। উল্লেখ্য করোনা শুরু হওয়ার আগে বরিশাল সদর উপজেলার ফকিরেরহাট রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত অত্যাধুনিক এ বিনোদন কেন্দ্রটিতে পিকনিক, সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি, জন্মদিন ও বিবাহ অনুষ্ঠানসহ বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত থাকতো নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন। বিনোদন কেন্দ্রটি সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য খুলে দেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শনাথীরা।